রাত পোহালেই মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা
বিশ্বকাপ ক্রিকেটের ফাঁকে ফুটবলে দুটি বড় ম্যাচ দেখা যাবে আগামীকাল বাংলাদেশ সময় সকালে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বারানকুইলায় ব্রাজিলকে আতিথ্য দেবে কলম্বিয়া। বুয়েনস এইরেসে অন্য ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।
৪ ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার জন্য ম্যাচটিতে পুনর্মিলনীর আবহ। উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসা একসময় আর্জেন্টিনারও কোচ ছিলেন। উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ আবার আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির বন্ধু। বার্সেলোনার দিনগুলোয় জমে ওঠা সেই বন্ধুত্বের বিপরীতে জাতীয় দলের জার্সিতে লড়াই করবেন তাঁরা। পায়ে মাংশপেশির চোট থেকে মাত্রই সেরে উঠেছেন মেসি। সুয়ারেজ আছেন ছন্দে। গ্রেমিও–র হয়ে ব্রাজিলের ঘরোয়া ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে করেছেন ২৬ গোল।
উরুগুয়ের মুখোমুখি হওয়ার পর আগামী সপ্তাহে মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। গত ২১ অক্টোবর ইন্টার মায়ামির হয়ে মৌসুম শেষ করা মেসির জন্য এই পঞ্জিকাবর্ষে আর্জেন্টিনার হয়ে এ দুটোই শেষ ম্যাচ। অন্যদিকে উরুগুয়ে দলে বিয়েলসার অধীনে প্রথমবারের মতো ফিরবেন সুয়ারেজ। হাঁটুতে চোট আছে জানা সত্ত্বেও সুয়ারেজকে দলে নিতে কার্পণ্য করেননি ‘কোচদের কোচ’খ্যাত বিয়েলসা। মেসি–সুয়ারেজ দুজনই ছত্রিশে পা রেখেছেন। বয়সই বলে দিচ্ছে ২০২৬ বিশ্বকাপে তাঁদের না থাকার সম্ভাবনাই বেশি।
No comments