গোমস্তাপুরে তিন মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আদালতের নির্দেশে তিন মাস পর শমসের আলী (৪০) নামে একজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শনিবার রহনপুর পৌর এলাকার বহিপাড়া গোরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।
মৃত শমসের আলী গত ১৮ আগস্ট রহনপুর পৌর এলাকার বহিপাড়ার নিজ বাড়িতে মারা যান।
এ ঘটনায় তার স্ত্রী জেসমিন বেগম আদালতে স্বামীকে হত্যার অভিযোগ করলে আদালত গত ২৬ আগস্ট গোমস্তাপুর থানাকে অভিযোগটি মামলা হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন। পরে বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত গত ৪ সেপ্টেম্বর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।
এদিকে মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন লিংকন, মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল হাশেম খন্দকার, ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, মামলার বাদীসহ স্থানীয় বাসিন্দারা।
মামলার বাদী শমসের আলীর স্ত্রী জেসমিন বেগম জানান, নিমন্ত্রণের দাওয়াত পেয়ে গত ১৭ আগস্ট রাজশাহীতে যান তিনি। পরদিন ৩টার মধ্যে অন্যের মোবাইল ফোন থেকে জানানো হয় তার স্বামীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে তিনি দ্রুত রাজশাহী থেকে রওনা দেন। সন্ধ্যায় বাড়িতে এসে তার স্বামীর মৃতমুখ দেখতে গিয়ে গলায় রক্ত দেখতে পান। গলার বিভিন্ন স্থানে দাগ দেখে তখন তার সন্দেহ হয়। দাফনের কয়েকদিন পর আদালতে মামলা করেন। মামলা পর্যালোচনা করে আদালত লাশটি উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আবুল হাশেম খন্দকার জানান, আদালতের নির্দেশে শমসের আলীর মরদেহ শনিবার উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
No comments