Header Ads

Header ADS

চাঁপাইনবাবগঞ্জে ওএমএসের চাল-আটা কিনতে মানুষ লাইন ধরছেন ভোর থেকে।

 


চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লায় খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ডিলার আবদুল মোমিনের গুদাম। এখানে সপ্তাহে দুই দিন স্বল্প মূল্যে খোলাবাজারে চাল-আটা বিক্রি করা হয়।

আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে দেখা যায়, চাল-আটা কিনতে নারী-পুরুষের দীর্ঘ লাইন। এক দিনে মাত্র দুই শ লোকের জন্য এই বরাদ্দ থাকলেও লাইনে লোকসংখ্যা পাঁচ-ছয় শ ছাড়িয়ে গেছে।

লাইনে দাঁড়ানো অধিকাংশ ব্যক্তিই পরিবারের বয়স্ক বা প্রবীণ সদস্য। বেশির ভাগ মানুষের হাতে দেখা গেল টুল, পিঁড়ি বা ইট-পাথর। এসব রেখে তাঁরা লাইনে সিরিয়াল দেন।

আজাইপুর মহল্লার সুফিয়া খাতুন এসেছেন সকাল ৭টার দিকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘হামার আগে ভোর তিনটা-চারটা থ্যাকাই মেলাই লাইনে। হামি পাবো কহ্যা মনে হয় না। না পাইলে

No comments

Powered by Blogger.