Header Ads

Header ADS

নাচোলের সাঁওতালপল্লি বাড়ির পাশে সবজির বাগান, বাড়তি আয় ।

 চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বাইপুর সাঁওতাল গ্রামের ১২ নারী বাড়ির পাশের পতিত জমিতে সবজি চাষ করছেন। পরিবারের প্রয়োজন মিটিয়ে তাঁরা এসব সবজি বিক্রি করে বাড়তি আয়ও করছেন।

 কৃষি বিভাগের ‘পুষ্টি নিরাপত্তায় মডেল বাগান’ প্রকল্পের সহায়তা নিয়ে নিজেদের পরিশ্রমে এ সাফল্য পেয়েছে সাঁওতাল নারীরা। ‘আকাশি নারী দল’ নামের একটি সংগঠন করে তাঁরা এ কাজ করছেন

সম্প্রতি বাইপুর সাঁওতাল গ্রামে গিয়ে মুঠোফোনে যোগাযোগ করলে নারী দলের নেত্রী অনিতা মুরমু আসেন। তিনি নিয়ে যান দলের আরেক সদস্য মিনতি কিসকুর পুষ্টি নিরাপত্তার ছোট বাগানে। বাড়ির পাশের এক শতক জমিতে সেই বাগান। স্বামীকে নিয়ে শাকসবজির বেড তৈরিতে ব্যস্ত দেখা যায় মিনতি কিসকুকে। বেড তৈরির পর সেখানে ছিটালেন লালশাকের বীজ। অন্যান্য বেডে দেখা যায় পালংশাক, মুলা, টমেটো, কাঁচা মরিচ। মাচায় দেখা যায় শিম ও লাউ।


মিনতি কিসকু বলেন, ‘বাড়ির পাঞ্জরের জাগাটা জঙ্গল হয়্যা পড়্যাই থাকত। ট্রেলিং লিয়া এখুন হামরা সিখানে বিষ (কীটনাশক) ছাড়া হরেক রকম শাকসবজি উবজাই। নিজে খাই, পাড়াপড়শিকে খিলাই। তিন মাস থাকি বাজারের সবজি খাইনি। মাঝেমধ্যে কিছু কিছু বেচি। টাকা হয়। তখুন আনন্দ পাই।’

No comments

Powered by Blogger.